কুষ্টিয়ায় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০১৮-১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।
ওয়াহিদুজ্জামান অর্ক, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০১৮-১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে ও অতিরিক্ত সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব লুতফরনাহার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। প্রধান অতিথি বলেন মাদক, জঙ্গীবাদ সহ সকল নেতিবাচক কর্মকান্ড প্রতিরোধে ক্রিকেট খেলা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ আনোয়ার তনু। আলোচনা শেষে ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হয়। খেলার চ্যাম্পিয়ন হয় আমলাপাড়া যুব স্পোর্টিং ক্লাব এবং রানারআপ হয় আড়ুয়াপাড়া তরুণ সংঘ পাঠাগার ও ক্লাব।
গত ২৮ জানুয়ারী থেকে শুরু হওয়া টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। এসময় ক্রীয়া সংস্থার নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।